আলোর জগত ডেস্ক : জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে তাকে দলের নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হয়।
আরো পড়ুন : যুক্তরাজ্য পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ঘোষণার পর জি এম কাদের বলেন: জাতীয় পার্টিতে কোন বিভেদ ও দ্বন্দ্ব নেই। এইচ এম এরশাদকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে তার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় পার্টির কাজ পরিচালনা করা হবে।
কমিটি গঠনের মাধ্যমে প্রতিটি জেলা উপজেলায় জাতীয় পার্টিকে শক্তিশালী করা হবে। এরশাদের মৃত্যুতে রংপুর-৩ শূন্য আসনে দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের প্রার্থী বাছাই ও মনোনয়ন দেয়া হবে।
সেসময় ঢাকায় ডেঙ্গু নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান জি এম কাদের।
গত রোববার হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। এর আগে গত ৪ মে ছোট ভাই জি এম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছিলেন তিনি।