আলোর জগত ডেস্ক : ঝিনাইদহের কালিগঞ্জে ট্রাক উল্টে খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন।নিহত ট্রাকচালক কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মাধবপুর গ্রামের মানিক হোসেনের ছেলে জনি হোসেন (৩৩)। নিহত হেলপারের পরিচয় জানা যায়নি।
আরো পড়ুন : নিউজিল্যান্ডে ৭.২ মাত্রার ভূমিকম্প
আরো পড়ুন : কেনিয়ায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৮ পুলিশ নিহত
আজ রোববার ভোর ৬টার দিকে উপজেলার ছালাভরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ডিএডি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রোববার ভোরে কালিগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হয়েছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।