বিনোদন ডেস্ক: এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে সিঙ্গাপুরে নেওয়া হলো না বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীকে। ফলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফের শিল্পীকে হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটির ত্রুটি সারানোর পর্যন্ত অপেক্ষা করা হবে। আইএসপিআর ও ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের প্রধান সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, মঙ্গলবার সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে।
আরো পড়ুন : শপথ নিলেন বিএনপির ৪ এমপি
আরো পড়ুন : তারেক রহমানের সিদ্ধান্তেই বিএনপির এমপিদের শপথ : ফখরুল
আরো পড়ুন : জাতীয় পার্টির কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি
গতকাল সোমবার বিকেলে সিঙ্গাপুর থেকে অ্যাম্বুলেন্স আসার কথা থাকলেও সেটি পৌঁছায় রাত ৮টার পর। সুবীর নন্দীকে নিয়ে যেতে সিঙ্গাপুর থেকে একজন চিকিৎসক ও একজন নার্সও এসেছেন।
এর আগে ডা. সামন্ত লাল সেন রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সুবীর নন্দীর শারীরিক অবস্থার কথা অবহিত করেন। সে সময় সুবীর নন্দীকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিতে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
পরে ওই হাসপাতালে যোগাযোগ করে সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি সম্পন্ন হয়। সুবীর নন্দীর সঙ্গে যাবেন তার মেয়ে ফাল্গুনি নন্দী।