আলোর জগত ডেস্ক: বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার বিকেলে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
মুখ্য তথ্য কর্মকর্তা মো. জয়নাল আবেদিন জানান: সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই চমৎকার এবং এ সম্পর্ক পর্যায়ক্রমে সম্প্রসারিত হয়ে চলেছে।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের জনগণ ও সরকার ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের জনগণ ও সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।
আরো পড়ুন : সবাই সজাগ ও সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী
আরো পড়ুন : গেইল-রাসেলদের নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল
বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতীয় হাইকমিশনারকে এ সুযোগ গ্রহণের আওতা আরো বাড়ানোর আহ্বান জানান।
ভারতের হাইকমিশনার বলেন, দুইদেশের মধ্যে দীর্ঘ দিন ধরে বিদ্যমান সুসম্পর্কের কারণে দুদেশই লাভবান হয়েছে এবং দুদেশের জনগণ এর সব ধরনের সুফল ভোগ করছে। তিনি আশা প্রকাশ করেন যে, দুদেশের মধ্যে বিদ্যমান রেল-নৌ-সড়ক যোগাযোগ আগামীতে আরো বিস্তৃত হবে।
বঙ্গভবনের সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ, বাংলাদেশ ও ভারতীয় দূতাবাসের উচ্চ পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।