আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে বাস থেকে নামিয়ে অন্তত ১৪ যাত্রীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টা থেকে ১টা মধ্যে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের ওরমারা এলাকার মাকরান উপকূলীয় মহাসড়কে ঘটনাটি ঘটেছে। সরকারী কর্মকর্তার বরাত দিয়ে এখবর দিয়েছে আল জাজিরা। হতাহতদের দেহ পরীক্ষার সময় পাকিস্তানের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মুসা বলেন, তারা সবাই গুলিবিদ্ধ হয়েছে। বেশিরভাগেরই মাথায় গুলি করা হয়েছে।
জানা গেছে, মাকরান কোস্টাল হাইওয়ে দিয়ে যাওয়ার সময় পাঁচটি যাত্রীবাহী বাসের পথ আটকায় সশস্ত্র ২০ জন জঙ্গি৷
প্রতক্ষ্যদর্শীরা জানান, বাসে উঠে তারা কয়েকজনকে চিহ্নিত করে৷ তারপর তাদের বাস থেকে নামিয়ে গুলি ছুঁড়ে মারে৷ কম করেও ১৪ জন বন্দুকের গুলিতে মারা যান৷ তবে দু’জন কোনওরকমে সেখান থেকে পালিয়ে যায়৷
এখনও অবধি বন্দুকবাজদের পরিচয় জানা যায়নি৷ মৃতদেহগুলি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ তাদের পরিচয় জানার চেষ্টা চলছে৷ হামলার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷
২০১৫ সালেও বেলুচিস্তানের মাসটুং এলাকায় একই ধরনের একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই সময় সশস্ত্র ব্যক্তিরা করাচিগামী দুটি বাসের প্রায় ২৪ জন যাত্রীকে অপহরণ করে নিকটবর্তী পার্বত্য এলাকায় নিয়ে অন্তত ১৯ জনকে গুলি করে হত্যা করেছিল।