আলোর জগত ডেস্ক : রাজধানীর মুগদাপাড়ায় হাসি বেগম (৩৫) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার পর তার গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী কমল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মুগদা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ কমলকে গ্রেফতার করে। গতকাল বুধবার ভোর থেকে সকাল ৮টার মধ্যে যেকোনও সময় ঘটনাটি ঘটে বলে ধারণা করছে পুলিশ। সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণয় কুমার সাহা জানান, নিহত হাসির গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর। স্বামী কমল হোসেনের সঙ্গে দক্ষিণ মুগদা ব্যাংক কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
তিনি বলেন, গত ৮ মাস আগে ওয়ার্কশপ দোকানের মালিক কমলের সঙ্গে হাসির বিয়ে হয়। তাদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাদের সম্পর্কের অবনতি হতে থাকে। তাদের মধ্যে কলহ ছিল। বুধবার সকালে ঝগড়ার কোনও এক সময় কমল তার স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে। পরে হত্যাকাণ্ডের আলামত মুছে ফেলার জন্য স্ত্রীর মৃতদেহে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। হত্যার বিষয়টি কমল প্রাথমিকভাবে স্বীকার করেছে।