আলোর জগত ডেস্ক : ১১ দফা দাবিতে নৌযান শ্রমিকরা দিনভর কর্মবিরতি পালনের পর মঙ্গলবার গভীর রাতে তা স্থগিত করেছেন। এতে দেশের অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকালে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ সব রুটে এ লঞ্চ চলাচল শুরু হয়। একই চিত্র ঢাকার সদরঘাটে। শ্রম অধিদপ্তরে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে ফলপ্রসূ আলোচনা ও দাবি পূরণের চুক্তি স্বাক্ষরিত হওয়ায় নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. বাহারুল ইসলাম বাহার জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫২ মিনিটে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের উপস্থিতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি, নৌযান শ্রমিক ও মালিক পক্ষের নেতাদের যৌথ সভায় আগামী ৪৫ দিনের মধ্যে ১১ দফা দাবি পূরণের সিদ্ধান্ত ও চুক্তি স্বাক্ষরের পর রাত ৩টার দিকে কর্মবিরতি স্থগিত ঘোষণা করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
এদিকে কর্মবিরতি স্থগিত করায় পুনরায় নৌযান চলাচল শুরু হয়েছে। ফলে বুধবার সকাল থেকে মোংলা বন্দরের অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্যবোঝাই-খালাস ও পরিবহন কাজ শুরু হয়েছে। সকাল থেকে মোংলা বন্দর দিয়ে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে নৌপথে পণ্য নিয়ে যেতে শুরু করেছে পণ্যবাহী কার্গো, কোস্টার ও বার্জ।
বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানসহ মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম ভূইয়া, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নুরুল আফসার মাস্টারসহ প্রায় ৫০ জনের অধিক নেতা ও মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।