ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

রাজশাহী-ঢাকা বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ চালু ২৫ এপ্রিল

আলোর জগত ডেস্ক :   রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ চালু হবে ২৫ এপ্রিল। এদিন রাজশাহী থেকে এ ট্রেনটি উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে ট্রেনটি উদ্বোধন করবেন বলে পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানিয়েছে।

পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরুর কথা ছিল ট্রেনটির। কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। তবে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের অনুরোধে রাজশাহী থেকে উদ্বোধনের প্রস্তুতি নেয়া হয়েছে বহুল প্রত্যাশিত এ ট্রেন।

খায়রুজ্জামান লিটন বলেন, আগামী ২৫ এপ্রিল বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেন উদ্বোধনের তারিখ নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটি শুভ উদ্বোধন করবেন। রাজশাহীতে উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সকাল সাতটার পরিবর্তে সকাল ১০টায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। অন্যান্য দিন যথারীতি সময়সূচি অনুযায়ী চলবে।

তিনি আরো বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে একটি ছিল রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন চালু করা। ট্রেনটি অনুমোদন দেওয়ায় রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞা জানাচ্ছি।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) খন্দকার শহীদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর দফতর থেকে আগামী ২৫ এপ্রিল ট্রেনটি উদ্বোধনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। উদ্বোধনের পর রেলমন্ত্রী ওই ট্রেনেই রাজশাহী থেকে ঢাকায় আসবেন। উদ্বোধন উপলক্ষে ট্রেনটি ওইদিন সকাল ১০টার পরে ছাড়া হবে।

উল্লেখ্য, রাজশাহী-ঢাকার মধ্যে ১২টি বগি নিয়ে বনলতা এক্সপ্রেস’ ট্রেনটি বিরতিহীনভাবে চলবে। নতুন ট্রেন সার্ভিসে ইন্দোনেশিয়া থেকে আনা নতুন বগি যুক্ত করা হবে। রাজশাহী থেকে সকাল ৭টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ১১টা ৪০ মিনিটে। আবার একইদিন ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ঢাকা দুপুর সোয়া একটায় ছেড়ে রাজশাহী রেলস্টেশনে পৌঁছাবে সন্ধ্যা ৬টায়।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

রাজশাহী-ঢাকা বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ চালু ২৫ এপ্রিল

আপডেট টাইম : ০১:৪৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯

আলোর জগত ডেস্ক :   রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ চালু হবে ২৫ এপ্রিল। এদিন রাজশাহী থেকে এ ট্রেনটি উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে ট্রেনটি উদ্বোধন করবেন বলে পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানিয়েছে।

পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরুর কথা ছিল ট্রেনটির। কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। তবে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের অনুরোধে রাজশাহী থেকে উদ্বোধনের প্রস্তুতি নেয়া হয়েছে বহুল প্রত্যাশিত এ ট্রেন।

খায়রুজ্জামান লিটন বলেন, আগামী ২৫ এপ্রিল বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেন উদ্বোধনের তারিখ নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটি শুভ উদ্বোধন করবেন। রাজশাহীতে উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সকাল সাতটার পরিবর্তে সকাল ১০টায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। অন্যান্য দিন যথারীতি সময়সূচি অনুযায়ী চলবে।

তিনি আরো বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে একটি ছিল রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন চালু করা। ট্রেনটি অনুমোদন দেওয়ায় রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞা জানাচ্ছি।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) খন্দকার শহীদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর দফতর থেকে আগামী ২৫ এপ্রিল ট্রেনটি উদ্বোধনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। উদ্বোধনের পর রেলমন্ত্রী ওই ট্রেনেই রাজশাহী থেকে ঢাকায় আসবেন। উদ্বোধন উপলক্ষে ট্রেনটি ওইদিন সকাল ১০টার পরে ছাড়া হবে।

উল্লেখ্য, রাজশাহী-ঢাকার মধ্যে ১২টি বগি নিয়ে বনলতা এক্সপ্রেস’ ট্রেনটি বিরতিহীনভাবে চলবে। নতুন ট্রেন সার্ভিসে ইন্দোনেশিয়া থেকে আনা নতুন বগি যুক্ত করা হবে। রাজশাহী থেকে সকাল ৭টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ১১টা ৪০ মিনিটে। আবার একইদিন ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ঢাকা দুপুর সোয়া একটায় ছেড়ে রাজশাহী রেলস্টেশনে পৌঁছাবে সন্ধ্যা ৬টায়।