আন্তর্জাতিক ডেস্ক : কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।
বিবৃতিতে বলা হয়েছে, শহরটির পাঁচ কিলোমিটার এলাকার মধ্যকার তিনটি ভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাব হামলাটি পূর্বপরিকল্পিত বলেই ধারণা করা হচ্ছে। তবে হামলার কারণ এখনও জানা যায়নি।
এ ঘটনায় শোক প্রকাশ করে আরসিএমপির প্রাদেশিক কমান্ডার টেড ডে জাগের বলেন, হামলার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।