আলোর জগত রিপোর্ট : চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় একটি কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে খুলশী থানাধীন ইসলামিয়া স্টিল মিলে এ ঘটনা ঘটে। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে তাদের মৃত্যু হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।
নিহত দুই শ্রমিক হলেন, পবিত্র দাশ (৩৫) ও মো. জাবেদ (৩২)। আহত শ্রমিকের নাম নুর ওসমান (৩০)। নিহত ছাবেদের বাড়ি ফেনী জেলায়। আর পবিত্র কুমারের বাড়ি বরিশালে। বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ নুর ওসমানের (২৮) বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ জহিরুল ইসলাম।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দগ্ধ ৩জনকে উদ্ধার করি। এদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। বাকি দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর একজন মারা যান। বাকি একজন এখনও চিকিৎসাধীন।