আলোর জগত ডেস্ক : সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চলতি মাসের (এপ্রিল) শেষের দিকে দেশে ফিরবেন বলে জানা গেছে। কিছুটা সুস্থ হওয়ার পর তিনি হাসপাতাল ছেড়ে বর্তমানে ভাড়া বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
জানা যায়, সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওবায়দুল কাদের নিয়মিত হাঁটাচলা করছেন। আশেপাশে থাকা ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে সময় পার করছেন।
এর আগে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডাক্তাররা আগে জানিয়েছিলেন ওবায়দুল কাদের মধ্য এপ্রিলে দেশে ফিরে যেতে পারবেন। সে হিসেবে এখন তার দেশে আসার কথা। তবে এ সপ্তাহে নয়, পিছিয়েছে তারিখ। এছাড়া চলতি মাসের শেষের দিকে যেকোন দিন তিনি ফিরতে পারেন—এমন সম্ভাবনার কথা জানিয়েছেন সেখানে থাকা মন্ত্রীর ঘনিষ্ঠজনরা।
প্রসঙ্গত, গত ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। এরপর আরো এক সপ্তাহ ছিলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। এরপর কেবিনে কাটান আরও সপ্তাহখানেক। পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে একটি ভাড়া বাসায় ওঠেন।