আলোর জগত ডেস্ক : পহেলা বৈশাখে হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন দলটির নেতারা। গতকাল রবিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাকে দেখতে যান মির্জা ফখরুলসহ কয়েকজন শীর্ষ নেতা।
বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে এসময় সাংবাদিকদের মির্জা ফখরুল জানান। ফখরুল বলেন, যথেষ্ট অসুস্থ তিনি। আগের থেকে খুব বেশি সুস্থ হয়েছেন বলে আমাদের মনে হয়নি। আমরা বার বার বলেছি, তার স্পেশালিস্টের ট্রিটমেন্ট দরকার। সেটা এখনো শুরু হয়েছে বলে আমার মনে হয় না।
তিনি আরো বলেন, তিনি জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশবাসীকে সচেতন হতে বলেছেন।