আলোর জগত ডেস্ক : পহেলা বৈশাখকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালানোর চেষ্টা করছে তাদের কঠোর নজরদারিতে রাখা হচ্ছে বলেও সতর্ক করেছেন মন্ত্রী। আজ শনিবার দুপুরে ঢাকার রমনা বটমূলে বর্ষবরণের সবশেষ প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে সারাদেশে সর্বস্তরের মানুষ সামিল হবেন। আমাদের গোয়েন্দা সংস্থাসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছে। পুলিশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, তারা যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা প্রস্তুত রয়েছে।
নাশকতার কোনো আশঙ্কা নেই। তবে আমরা মনে করি সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে নজরদারিতে রেখেছি। যাতে কেউ কোনো গুজব ছড়াতে না পারে।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে রমনা বটমূল এলাকাসহ সারা ঢাকা শহর এবং দেশজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছে বলেও জানান তিনি।
বলেন, রাজধানীর প্রতিটি বড় উৎসব উদযাপনস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। মঙ্গল শোভাযাত্রা ঘিরে আরো কঠোর নিঃশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ অন্যান্যরা।