আলোর জগত ডেস্ক : দীর্ঘ চার মাস কারাভোগের পর ৩৫ মামলায় আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মামুন অর রশিদ মামুন।গতকাল শুক্রবার সংগঠনটির দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘ চারা মাস কারাভোগের পর ৩৫ মামলায় আদালত থেকে জামিন পেয়ে অবশেষে কারামুক্ত হয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি মামুন অর রশিদ মামুন। পল্টন থানার সর্বশেষ মামলায় (১৮/১০/১৪ সালে দায়েরকৃত) এপ্রিলের ৭ তারিখে উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরপর শুক্রবার বিকাল ৫টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
উল্লেখ্য, গেল বছরের ডিসেম্বরের ১৪ তারিখে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।