বিনোদন ডেস্ক : দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ। এ উপলক্ষে দুটি গান নিয়ে আসছেন জনপ্রিয় ক্লোজআপ ওয়ান তারকা সালমা। গান দুটি হলো- ‘আওলা প্রেম’ ও ‘ভুলিয়া বন্ধু’। ফোক ঘরানার দুটি গানেরই কথা লিখেছেন জিয়া উদ্দিন আলম। পাশাপাশি গান দুটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও।
পহেলা বৈশাখ উপলক্ষে কণ্ঠশিল্পী সালমার নিজস্ব মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘আউলা প্রেমে’ মিউজিক ভিডিওটি। এ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জেকে মজলিশ।
অন্যদিকে ‘ভুলিয়া বন্ধু’ শিরোনামে গানটির সুর করেছেন জিয়া উদ্দিন আলম। সংগীত পরিচালনা করেছেন ওয়াহিদ শাহীন। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। সেখানে মডেল হয়েছেন ইমামী ফেয়ার হ্যান্ডসাম মডেল আবিক ও নবাগত মায়া।
‘ভুলিয়া বন্ধু’র মিউজিক ভিডিওর শুটিং হয়েছে হোতাপাড়া থতিব খামারবাড়িতে সেট নির্মাণ করে। পহেলা বৈশাখ উপলক্ষে এটি প্রকাশ করা হবে ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।