আলোর জগত ডেস্ক : মাইক্রোসফট বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ভুটান ও লাওসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রায় পাঁচ বছর দায়িত্ব পালনের পর কোম্পানি ছাড়তে যাচ্ছেন সোনিয়া বশির কবির। আগামী ৩০ এপ্রিল মাইক্রোসফটের সঙ্গে তার শেষদিন বলে গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিজের কোম্পানি এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় স্টার্টআপসে সময় দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন সোনিয়া বশির। তিনি দেশের নারী ও তরুণ প্রজন্মের জন্য একজন রোল মডেল। ব্যবসা ক্ষেত্রে সোনিয়া বশির একজন সম্মানিত ব্যক্তিত্ব এবং ‘অ্যাঞ্জেল ইনভেসটর’ হিসেবে বিভিন্ন পর্ষদের সঙ্গেও যুক্ত।
উল্লেখ্য, টেক হাবসের (প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে সক্ষম করার সংস্থা) প্রতিষ্ঠাতা সোনিয়া বশির। স্বল্পোন্নত দেশগুলোর জন্য প্রতিষ্ঠিত ইউনাইটেড ন্যাশনস টেকনোলজি ব্যাংকের গভর্নিং কাউন্সিল ভাইস চেয়ারম্যান ও বোর্ড সদস্য।
সোনিয়া ইউনেসকো মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড পিসের বোর্ড মেম্বারও, ফিনটেক স্টার্টআপ ডি মানি ও স্বাস্থ্যবিষয়ক স্টার্টআপ সিনটেকের ভাইস চেয়ারম্যান ও সহপ্রতিষ্ঠাতা।