আলোর জগত ডেস্ক : ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মেয়র পদে পাঁচজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ইকরামুল হক টিটু। পরে মনোনয়ন জমা দেন স্বতন্ত্র প্রার্থী মো. আবু মুছা সরকার, ড. বিশ্বজিৎ ভাদুরী ও সহিদুল ইসলাম স্বপন মণ্ডল এবং জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম।
এ ছাড়া ৩৩টি সাধারণ ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য কর্মকর্তা ইদি আমীন জানান, বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে পাঁচজনসহ কাউন্সিলর পদে ২৫৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৭১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ১০ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই ও ১৭ এপ্রিল প্রত্যাহারের শেষ দিন। ৫ মে নতুন এই সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে।