আলোর জগত ডেস্ক : পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গেলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। সঙ্গে আছেন তার স্ত্রী লুৎফুন্নেসা খান। আজ বুধবার রাতে বাংলাদেশ বিমানের বিজি-০৩৫ ফ্লাইটে তারা জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
ওয়ার্কার্স পার্টির অফিস সূত্রে জানা যায়, বুধবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন রাশেদ খান মেনন ও লুৎফুন্নেসা খান।আগামী ১১ এপ্রিল দেশে ফিরবেন তারা।
উল্লেখ্য, ২০১৪ সালে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে হজ পালন করেন রাশেদ খান মেনন। তার স্ত্রী লুৎফুন্নেসা খান জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি।