আলোর জগত ডেস্ক : যেখানে সেখানে শিল্প কারখানা স্থাপন করে কৃষি জমি নষ্ট করা যাবে না। এজন্য পরিকল্পিতভাবে কারখানা গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় শিল্পমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যেখানে-সেখানে শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করে কৃষি জমি নষ্ট হোক, তা সরকার চায় না। কিন্তু কৃষি পণ্যের সঠিক ব্যবহারের জন্য শিল্পও দরকার; সেদিকেও গুরুত্ব দিতে হবে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশে শিল্পায়ন ছাড়া কর্মসংস্থান কখনো সম্ভব না। আমাদের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। তবে কৃষিভিত্তিক শিল্প আমাদের দরকার এজন্য যে, কৃষি থেকে আমাদের খাদ্য চাহিদা মিটায়। আর খাদ্যের চাহিদা বিশ্বে থাকবেই। খাদ্য চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খাদ্য চাহিদার বাজারও সম্প্রসারিত হচ্ছে। সেই ক্ষেত্রে একদিকে যেমন শিল্পায়ন প্রয়োজন, অপরদিকে আমাদের কৃষিপণ্য ও খাদ্যপণ্য প্রক্রিয়াজাত করা শিল্প, এটার ওপর আমাদের গুরুত্ব দিতে হবে।