ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

পা হারানো রাসেলকে ৫০ লাখ টাকা দেয়ার আদেশ বহাল

আলোর জগত ডেস্ক :   রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর গ্রীনলাইন পরিবহনের চাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

এর আগে গত ১২ মার্চ এ ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। সে আদেশের বিরুদ্ধে রবিবার (৩১ মার্চ) আবেদন করে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষ।

প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে ওই আবেদন খারিজ করে দেন। এর ফলে পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতেই হবে ওই পরিবহন কর্তৃপক্ষকে।

গত বছর ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাস চালক প্রাইভেটকার চালক রাসেল সরকারের (২৩) উপর দিয়েই গাড়ি চালিয়ে দেন। এতে রাসেলের দেহ থেকে বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। ওই ঘটনার পর সংরক্ষিত আসনের এমপি উম্মে কুলসুম স্মৃতি হাইকোর্টে ক্ষতিপূরণ চেয়ে একটি রিট আবেদন করেন। পরে গত বছরের ১৪ মে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেন।

এরপর ওই রুলের শুনানি নিয়ে ভিন্ন একটি বেঞ্চ রাসেলকে ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ টাকা দেয়ার নির্দেশ দেন। সেইসাথে রাসেলের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষকে বহন এবং তার কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করতে বলেন হাইকোর্ট।

 

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

পা হারানো রাসেলকে ৫০ লাখ টাকা দেয়ার আদেশ বহাল

আপডেট টাইম : ০৪:১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯

আলোর জগত ডেস্ক :   রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর গ্রীনলাইন পরিবহনের চাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

এর আগে গত ১২ মার্চ এ ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। সে আদেশের বিরুদ্ধে রবিবার (৩১ মার্চ) আবেদন করে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষ।

প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে ওই আবেদন খারিজ করে দেন। এর ফলে পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতেই হবে ওই পরিবহন কর্তৃপক্ষকে।

গত বছর ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাস চালক প্রাইভেটকার চালক রাসেল সরকারের (২৩) উপর দিয়েই গাড়ি চালিয়ে দেন। এতে রাসেলের দেহ থেকে বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। ওই ঘটনার পর সংরক্ষিত আসনের এমপি উম্মে কুলসুম স্মৃতি হাইকোর্টে ক্ষতিপূরণ চেয়ে একটি রিট আবেদন করেন। পরে গত বছরের ১৪ মে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেন।

এরপর ওই রুলের শুনানি নিয়ে ভিন্ন একটি বেঞ্চ রাসেলকে ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ টাকা দেয়ার নির্দেশ দেন। সেইসাথে রাসেলের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষকে বহন এবং তার কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করতে বলেন হাইকোর্ট।