ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫

এফআর টাওয়ারে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৬ সদস্যের কমিটি

আলোর জগত ডেস্ক: বনানীর এফ আর টাওয়ারের ভয়াবহ অগ্নি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও। এর আগে এ বিষয়ে তদন্ত কমিটি করেছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় এবং ভবন নির্মাণের ত্রুটি খুঁজতে তদন্ত কমিটি করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

এর মধ্যে ত্রাণের কমিটির সদস্য সংখ্যা ৯, গৃহায়ণের কমিটির সদস্য ৬ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরর কমিটির সদস্য সংখ্যাও ৬জন। প্রতিবেদন দাখিলের জন্য তিন কমিটি-ই সময় পেয়েছে সাত দিন।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,  দুর্ঘটনার সার্বিক বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক মতামত ও সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদারকে আহ্বায়ক করে ৬ (ছয়) সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর; ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিনিধি (যুগ্মসচিব পর্যায়ের); জেলা প্রশাসক, ঢাকা এর প্রতিনিধি (অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের); উপ-পুলিশ কমিশনার, গুলশান জোন; ও মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া, উপসচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কমিটিকে অগ্নিকাণ্ডের উৎস ও কারণ নির্ণয়সহ সার্বিক বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক ৭ (সাত) দিনের মধ্যে মতামত ও সুপারিশ দিতে বলা হয়েছে।

একই সঙ্গে জাতীয় ভয়াবহ অগ্নি দুর্ঘটনা প্রতিরোধকল্পে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিষয়ে যথাযথ সুপারিশ করতেও কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

এফআর টাওয়ারে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৬ সদস্যের কমিটি

আপডেট টাইম : ০৩:১৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯

আলোর জগত ডেস্ক: বনানীর এফ আর টাওয়ারের ভয়াবহ অগ্নি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও। এর আগে এ বিষয়ে তদন্ত কমিটি করেছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় এবং ভবন নির্মাণের ত্রুটি খুঁজতে তদন্ত কমিটি করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

এর মধ্যে ত্রাণের কমিটির সদস্য সংখ্যা ৯, গৃহায়ণের কমিটির সদস্য ৬ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরর কমিটির সদস্য সংখ্যাও ৬জন। প্রতিবেদন দাখিলের জন্য তিন কমিটি-ই সময় পেয়েছে সাত দিন।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,  দুর্ঘটনার সার্বিক বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক মতামত ও সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদারকে আহ্বায়ক করে ৬ (ছয়) সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর; ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিনিধি (যুগ্মসচিব পর্যায়ের); জেলা প্রশাসক, ঢাকা এর প্রতিনিধি (অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের); উপ-পুলিশ কমিশনার, গুলশান জোন; ও মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া, উপসচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কমিটিকে অগ্নিকাণ্ডের উৎস ও কারণ নির্ণয়সহ সার্বিক বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক ৭ (সাত) দিনের মধ্যে মতামত ও সুপারিশ দিতে বলা হয়েছে।

একই সঙ্গে জাতীয় ভয়াবহ অগ্নি দুর্ঘটনা প্রতিরোধকল্পে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিষয়ে যথাযথ সুপারিশ করতেও কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছে।