ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বকেয়া বেতনের দাবিতে রামপুরায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

আলোর জগত ডেস্ক:  রাজধানীর রামপুরায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নোমান গার্মেন্টসের শ্রমিকরা। ফলে রামপুরা ডিআইটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে রামপুরার আবুল হোটেলের সামনে শ্রমিকরা এ অবরোধ শুরু করে।

এছাড়া মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের রামপুরা অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে করে এই রোড দিয়ে চলাচলকারী অফিসগামী মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ সময় শ্রমিকরা অবরোধ কর্মসূচি থেকে বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবো। ন্যায্য দাবি আদায় হলে রাস্তা ছাড়বো না।

এ বিষয়ে নোমান গার্মেন্টসের শ্রমিক জহির হোসেন বলেন, আমাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। মালিক আমাদের টাকা না দিয়ে শুধু আশ্বাস দিচ্ছে। গত সপ্তাহে আমরা একদিন রাস্তায় নেমেছিলাম। দাবি পূরণ না হওয়ায় আজও রাস্তায় নেমেছি।

রাস্তা অবরোধ সম্পর্কে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, নোমান গার্মেন্টসের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আবুল হোটেলের সামনে রাস্তা অবরোধ করে রেখেছে। তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য আমরা বার বার অনুরোধ করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

বকেয়া বেতনের দাবিতে রামপুরায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট টাইম : ০২:৪০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯

আলোর জগত ডেস্ক:  রাজধানীর রামপুরায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নোমান গার্মেন্টসের শ্রমিকরা। ফলে রামপুরা ডিআইটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে রামপুরার আবুল হোটেলের সামনে শ্রমিকরা এ অবরোধ শুরু করে।

এছাড়া মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের রামপুরা অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে করে এই রোড দিয়ে চলাচলকারী অফিসগামী মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ সময় শ্রমিকরা অবরোধ কর্মসূচি থেকে বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবো। ন্যায্য দাবি আদায় হলে রাস্তা ছাড়বো না।

এ বিষয়ে নোমান গার্মেন্টসের শ্রমিক জহির হোসেন বলেন, আমাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। মালিক আমাদের টাকা না দিয়ে শুধু আশ্বাস দিচ্ছে। গত সপ্তাহে আমরা একদিন রাস্তায় নেমেছিলাম। দাবি পূরণ না হওয়ায় আজও রাস্তায় নেমেছি।

রাস্তা অবরোধ সম্পর্কে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, নোমান গার্মেন্টসের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আবুল হোটেলের সামনে রাস্তা অবরোধ করে রেখেছে। তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য আমরা বার বার অনুরোধ করছি।