নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি আশেক আহমেদকে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। আজ সোমবার সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
মুফতি মাহমুদ খান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মহান মুক্তিযুদ্ধকে অবমাননা ও রাষ্ট্রবিরোধী প্রপাগান্ডার দায়ে জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি আশেক আহমেদকে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বেলা ১১টায় কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।