নিজস্ব প্রতিবেদক : বেশ কিছু কেন্দ্রে রাতেই ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া অনিয়মে সহযোগিতার অভিযোগে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম ও কটিয়াদী থানার ওসি শামসুদ্দিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর প্রথমে পাঁচটি কেন্দ্রে ব্যালট পেপার ভর্তি বাক্স পাওয়া যায়। কেন্দ্রগুলো হলো চান্দপুর বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দপুর হাজীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয়, চাতল বাগহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র। পরে এই কেন্দ্রগুলোর ভোটগ্রহণ স্থগিত করা হয়।
রোববার সকালে কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. তাজুল ইসলাম জানান, রাতেই কতিপয় দুষ্কৃতকারী ভয়ভীতি দেখিয়ে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরে রাখার অভিযোগে পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে।