আন্তর্জাতিক ডেস্ক: ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসীদের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নিউজিল্যান্ডের পার্লামেন্টের সদস্যরা। আজ মঙ্গলবার প্রথমবারের মতো মুসলিম রীতিতে প্রার্থনার মধ্য দিয়ে পার্লামেন্টের বিশেষ অধিবেশন শুরু হয়।
এসময় পার্লামেন্টে উপস্থিত প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, নিউজিল্যান্ড ওই সন্ত্রাসীকে কিছুই দিবে না, এমনকি তার নামও না। অর্ধশত মানুষের প্রাণহানির ঘটনায় দায়ী বন্দুকধারীকে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে বলে জোর দেন তিনি। এছাড়া হামলাকারী ব্রেন্টনকে সন্ত্রাসী, অপরাধ এবং উগ্রবাদী বলে আখ্যা দেন।
এদিকে, রয়টার্স জানিয়েছে, ক্রাইস্টচার্চে নিহতদের মরদেহ দেখতে প্রতি পরিবারের একজন করে মোট ৬৫ জনকে ভিসা দেয়া হয়েছে।