কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশের বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী ও সাংবাদিক সফিউল আলম রাজার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুড়িগ্রামের চিলমারী উপজেলার জোড়গাছ মন্ডলপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
কুড়িগ্রাম প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় শোক জানান জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক সফি খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, ভাওয়াইয়া একাডেমির পরিচালক ভূপতি ভূষণ বর্মা, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমেদ, সাধারণ সম্পাদক দুলাল বোস প্রমুখ।
পরে দুপুর ১২টায় চিলমারী থানাহাট এ.ইউ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে শ্রদ্ধা জানান চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, চিলমারী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু। তার মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং শিল্পী সমাজের পক্ষ থেকে শোক জানানো হয়।
সাংবাদিক রাজার শেষ জানাযা নামাজ অনুষ্ঠিত হয় দুপুর আড়াইটায় তার গ্রামের বাড়ী চিলমারী উপজেলার জোরগাছ এলাকার খরখরিয়া ভট্ট পাড়ায়। এখানে মন্ডলপাড়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। বিশিষ্ট এ সাংবাদিক সর্বশেষ অনলাইল নিউজ পোর্টাল প্রিয় ডটকমের প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও এই শিল্পী সাংবাদিক পল্লবীতে তার নিজের প্রতিষ্ঠিত ‘কলতান সাংস্কৃতিক একাডেমি’ পরিচালনা করতেন।
এর আগে গত রোববার ঢাকার মিরপুরে ভাওয়াইয়া শিল্পী ও সাংবাদিক সফিউল আলম রাজা তাঁর গানের স্কুল কলতান-এ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রোববার রাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জানাজা শেষে সাংবাদিক সফিউল আলম রাজার মরদেহ কুড়িগ্রামে আনা হয়।