আলোর জগত ডেস্কঃ রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঙ্গচঙ্গ্যাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার আলিক্ষ্যং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় কংলাক ভোট কেন্দ্র থেকে ফেরার পথে নয়কিলো নামক স্থানে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ৬ জন নিহত হওয়ার ২৪ ঘণ্টা পার না হতে এ ঘটনা ঘটলো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা ফারুয়া ইউনিয়ন থেকে নৌকায় করে বিলাইছড়িতে ফিরছিছেন। পথে একদল লোক তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।