ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম :
Logo অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo ফরিদপুর জেলার মধুখালিতে “শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে হত্যা” শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি শরিফুল শেখ ও তথি বেগম’কে ফরিদপুরের কোতোয়ালি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী এলাকা হতে ২৩.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ Logo গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও সহযোগীর বিরুদ্ধে মামলা Logo আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরামের শ্রদ্ধা

জনগণের স্বপ্নই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন: ড. কামাল

আলোর জগত ডেস্কঃ  জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধুকে কথার মাধ্যমে শ্রদ্ধা জানাবো না। আমরা যদি সত্যিকার অর্থে তাকে শ্রদ্ধা জানাতে চাই। তাহলে আমি মনে করি আমরা সকলে শপথ নেবো। বঙ্গবন্ধুর স্বপ্নের কথা বাড়িতে বাড়িতে পৌঁছে দিব। কেননা জনগণের স্বপ্নই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। গতকাল সোমবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে গণফোরাম আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

কামাল বলেন, আমি মনে করি আজকের দিনে সব থেকে বড় কাজ হলো বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করা। এখনও বঙ্গবন্ধুর যেসব স্বপ্ন বাস্তবায়ন হয়নি সেটা করতে প্রত্যেকের শপথ নেওয়া উচিত।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের যে স্বপ্ন সেটাই রাষ্ট্রের লক্ষ্য। আর বঙ্গবন্ধু সেই রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। বাংলাদেশের সংবিধানে লিপিবদ্ধ করা আছে। যেখানে তিনি স্বাক্ষর করে গেছেন। আপনার জাদুঘরে গেলে সেটি দেখতে পাবেন।

তিনি আরো বলেন, আমরা কারো সঙ্গে বিতর্কে যাব না। যে স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর, আমরা সেই স্বপ্নের কথাই বলছি। এই গণতন্ত্র রক্ষার জন্য কম জীবন দেয়া হয়নি। এতো মূল্য দেয়ার পরও কেন আমরা নির্ভেজাল গণতন্ত্র ভোগ করতে পারছি না? মৌলিক অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষ অনেক মূল্য দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম কামাল, সুব্রত চৌধুরী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবু সাইদ, রেজা কিবরিয়া প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

জনগণের স্বপ্নই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন: ড. কামাল

আপডেট টাইম : ০২:৫০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯

আলোর জগত ডেস্কঃ  জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধুকে কথার মাধ্যমে শ্রদ্ধা জানাবো না। আমরা যদি সত্যিকার অর্থে তাকে শ্রদ্ধা জানাতে চাই। তাহলে আমি মনে করি আমরা সকলে শপথ নেবো। বঙ্গবন্ধুর স্বপ্নের কথা বাড়িতে বাড়িতে পৌঁছে দিব। কেননা জনগণের স্বপ্নই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। গতকাল সোমবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে গণফোরাম আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

কামাল বলেন, আমি মনে করি আজকের দিনে সব থেকে বড় কাজ হলো বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করা। এখনও বঙ্গবন্ধুর যেসব স্বপ্ন বাস্তবায়ন হয়নি সেটা করতে প্রত্যেকের শপথ নেওয়া উচিত।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের যে স্বপ্ন সেটাই রাষ্ট্রের লক্ষ্য। আর বঙ্গবন্ধু সেই রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। বাংলাদেশের সংবিধানে লিপিবদ্ধ করা আছে। যেখানে তিনি স্বাক্ষর করে গেছেন। আপনার জাদুঘরে গেলে সেটি দেখতে পাবেন।

তিনি আরো বলেন, আমরা কারো সঙ্গে বিতর্কে যাব না। যে স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর, আমরা সেই স্বপ্নের কথাই বলছি। এই গণতন্ত্র রক্ষার জন্য কম জীবন দেয়া হয়নি। এতো মূল্য দেয়ার পরও কেন আমরা নির্ভেজাল গণতন্ত্র ভোগ করতে পারছি না? মৌলিক অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষ অনেক মূল্য দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম কামাল, সুব্রত চৌধুরী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবু সাইদ, রেজা কিবরিয়া প্রমুখ।