আলোর জগত ডেস্কঃ সাতক্ষীরার শ্যামনগরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি মাইক্রোবাস, ২৩টি পালসার মোটরসাইকেল, ২৩টি হেলমেট, ৬টি বাইসাইকেল, দুটি এসি ও আসবাবপত্র পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল রোববার (১৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ফুলতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শ্যামনগর এরিয়া প্রধান মি. রবার্টসন নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে বলেন, রাত দুইটার দিকে হঠাৎ স্পার্কের শব্দ শুনতে পায় তারা। পরে বিকট শব্দ হয়। কিন্তু কিভাবে এ ঘটনা ঘটলো কেউই নিশ্চিত নয়, তখন বিদ্যুৎও ছিল না। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, এতে প্রায় দেড় কোটি টাকার সম্পদ ভস্মীভুত হয়েছে। আমাদের ঊর্ধ্বতন একটি টিস আসছে। তারাই ঘটনাটি তদন্ত করবে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।