আলোর জগত ডেস্ক : সদস্যদের জন্য কিডনি ও ইউরোলজি বিষয়ক ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করেছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। আগামী ১৮ মার্চ (সোমবার) বাংলাদেশ প্রেস কাউন্সিলের হলরুমে এই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য সদস্যদের থেকে রক্ত সংগ্রহ করা হবে। পরে ২০ মার্চ (বুধবার) কম্পিউটারাইজড রিপোর্ট প্রদান করা হবে। হেলথ ক্যাম্পের পাশাপাশি একই দিনে একই স্থানে কিডনি ও ইউরোলজি বিষয়ক এক সেমিনারেরও আয়োজন করা হয়েছে।
ফ্রি হেলথ ক্যাম্পে অংশ নেয়ার জন্য ডিএসইসি’র সকল সদস্যকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটির সভাপতি জাকির হোসেন ইমন ও সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক।
ডিএসইসি’র সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।