আলোর জগত ডেস্ক : পুনরায় ডাকসুর নির্বাচনের দাবিতে রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের লাচ্ছি খাইয়ে অনশন ভাঙালেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মু. সামাদ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ অনশন ভাঙানো হয়। এই সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী, ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর, জিএস গোলাম রব্বানী, এজিএস সাদ্দাম হোসেন।
উপ-উপাচার্য শিক্ষার্থীদের অভিযোগ শোনেন এবং এসব অভিযোগের বিষয়ে আগামী সোমবার সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে অনশনকারী শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে বসার সময় ঠিক করেন।
তিনি বলেন, তোমাদের সব অভিযোগ আমরা শুনবো। আমরা চাই আগামীতে আরো সুন্দর নির্বাচন উপহার দিতে। তবে আমি আবারো বলছি এবার যা ঘটেছে তার দায় প্রশাসন এড়াতে পারে না। আমি চাই তোমাদের সঙ্গে আলোচনা করা সব সমস্যার সমাধান করতে। আমি তোমাদের অনশন ভাঙাতে জোর করবো না। তবে আমি চাইবো তোমরা আমার কথা শুনবে এবং আমরা সবাই মিলে আলোচনা করে সব সমস্যার সমাধান করবো।