ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

নুরও আমাদের সঙ্গে কাজ করবে: ছাত্রলীগ সভাপতি

আলোর জগত ডেস্ক :   বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। নুরও আমাদের সঙ্গে কাজ করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তিনি বলেন, ছাত্রলীগের মন বিশাল। আমরা বাংলাদেশকে ধারণ করি। আমরা আমাদের অভিভাবকদের সঙ্গে বেয়াদবি করতে পারি না। সবাইকে অনুরোধ করবো এখন থেকে সরে যেতে।

এর আগে মঙ্গলবার দুপুরে ভিসি চত্ত্বরে নেতাকর্মীদের শান্ত করতে এসে ছাত্রলীগ নেতাকর্মীদের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানান শোভন।

নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রলীগ সভাপতি বলেন, তোমাদের আবেগ আছে। আমার কি আবেগ নাই? আমি হেরে গেছি, আমার তো কষ্ট লাগে। কিন্তু এমন কিছু করা যাবে না যাতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয়। আমাদের সবাইকে মিলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখতে হবে। আমাদের বাংলাদেশের ১৬ কোটি মানুষকে দেখিয়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে।

এসময় ছাত্রলীগের সভাপতি বলেন, নুরও আমাদের সঙ্গে কাজ করবে। তাকে নিয়ে আমরা কাজ করব। তোমরা ৫ মিনিটের মধ্যে এই জায়গা ছেড়ে দেবে। সবার প্রতি সম্মান রেখে তোমরা এই স্থান থেকে চলে যাও।

তিনি বলেন, দেশের ভালোর জন্য অনেক সময় নিজেকে বলি দিতে হয়। এসময় ভিসির বাসভবনের সামনে অবস্থান নেওয়া ছাত্রলীগের কর্মীরা শ্লোগান দিতে থাকেন। তারা ডাকসু নির্বাচনে ভিপি পদে নুরুর বিজয় হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকেন।

তিনি আরো বলেন, ভিসি হচ্ছেন আমাদের অভিভাবক। তার বাসার সামনে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করার কোনও মানে হয় না। তোমরা এই জায়গা ছেড়ে দাও।

শোভনের নির্দেশে পরে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। একটি মিছিল নিয়ে ভিসির বাসভবনের সামনে থেকে সরে যান তারা। এরপর ৩টা ৪৫ মিনিট থেকে এই এলাকায় যান চলাচল শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ১১ হাজার ৬২ ভোট পেয়ে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর। তিনি কোটা আন্দোলনের নেতা। অপরদিকে তার বিপরীতে ছাত্রলীগ সভাপতি শোভন পান ৯ হাজার ১২৯ ভোট।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

নুরও আমাদের সঙ্গে কাজ করবে: ছাত্রলীগ সভাপতি

আপডেট টাইম : ১০:২০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯

আলোর জগত ডেস্ক :   বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। নুরও আমাদের সঙ্গে কাজ করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তিনি বলেন, ছাত্রলীগের মন বিশাল। আমরা বাংলাদেশকে ধারণ করি। আমরা আমাদের অভিভাবকদের সঙ্গে বেয়াদবি করতে পারি না। সবাইকে অনুরোধ করবো এখন থেকে সরে যেতে।

এর আগে মঙ্গলবার দুপুরে ভিসি চত্ত্বরে নেতাকর্মীদের শান্ত করতে এসে ছাত্রলীগ নেতাকর্মীদের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানান শোভন।

নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রলীগ সভাপতি বলেন, তোমাদের আবেগ আছে। আমার কি আবেগ নাই? আমি হেরে গেছি, আমার তো কষ্ট লাগে। কিন্তু এমন কিছু করা যাবে না যাতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয়। আমাদের সবাইকে মিলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখতে হবে। আমাদের বাংলাদেশের ১৬ কোটি মানুষকে দেখিয়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে।

এসময় ছাত্রলীগের সভাপতি বলেন, নুরও আমাদের সঙ্গে কাজ করবে। তাকে নিয়ে আমরা কাজ করব। তোমরা ৫ মিনিটের মধ্যে এই জায়গা ছেড়ে দেবে। সবার প্রতি সম্মান রেখে তোমরা এই স্থান থেকে চলে যাও।

তিনি বলেন, দেশের ভালোর জন্য অনেক সময় নিজেকে বলি দিতে হয়। এসময় ভিসির বাসভবনের সামনে অবস্থান নেওয়া ছাত্রলীগের কর্মীরা শ্লোগান দিতে থাকেন। তারা ডাকসু নির্বাচনে ভিপি পদে নুরুর বিজয় হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকেন।

তিনি আরো বলেন, ভিসি হচ্ছেন আমাদের অভিভাবক। তার বাসার সামনে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করার কোনও মানে হয় না। তোমরা এই জায়গা ছেড়ে দাও।

শোভনের নির্দেশে পরে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। একটি মিছিল নিয়ে ভিসির বাসভবনের সামনে থেকে সরে যান তারা। এরপর ৩টা ৪৫ মিনিট থেকে এই এলাকায় যান চলাচল শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ১১ হাজার ৬২ ভোট পেয়ে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর। তিনি কোটা আন্দোলনের নেতা। অপরদিকে তার বিপরীতে ছাত্রলীগ সভাপতি শোভন পান ৯ হাজার ১২৯ ভোট।