আলোর জগত ডেস্ক : একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গতকাল সোমবার শেষ হয়েছে। গত ৩০ জানুয়ারি শুরু হওয়া ২৬ কার্যদিবসের এই অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মধ্য দিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এর ইতি টানেন।
অধিবেশন শুরুর দিন নিয়ম অনুযায়ী সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে এই ভাষণের জন্য ধন্যবাদ জানাতে একটি প্রস্তাব তোলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে অধিবেশন জুড়ে ওই প্রস্তাবের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির ভাষণের ওপর ১৯৪ জন সংসদ সদস্য ৫৪ ঘণ্টা ৫৭ মিনিট আলোচনা করেন। পরে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানানোর প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। চলতি অধিবেশনে দশ কার্যদিবসের মধ্যে ৫০টি সংসদীয় কমিটি গঠন সংসদীয় ইতিহাসে রেকর্ড।
আইন প্রণয়ন ছাড়াও ৭১ বিধিতে ৩২১টি নোটিশ পাওয়া গেছে। এর মধ্যে ৩০টি গৃহীত হয়েছে এবং ১৮টি আলোচিত হয়েছে। ৭১(ক) বিধিতে দুই মিনিট করে আলোচিত নোটিশের সংখ্যা ছিল ১৫৫টি।
এছাড়া রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর ১৯৩ জন আলোচনা করেছেন। প্রায় ৫৪ ঘণ্টা ২৭ মিনিট তারা ভাষণ দেন।