ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫

শেষ হলো সংসদের প্রথম অধিবেশন

ফাইল ছবি

আলোর জগত ডেস্ক :  একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গতকাল সোমবার শেষ হয়েছে। গত ৩০ জানুয়ারি শুরু হওয়া ২৬ কার্যদিবসের এই অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মধ্য দিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এর ইতি টানেন।

অধিবেশন শুরুর দিন নিয়ম অনুযায়ী সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে এই ভাষণের জন্য ধন্যবাদ জানাতে একটি প্রস্তাব তোলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে অধিবেশন জুড়ে ওই প্রস্তাবের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির ভাষণের ওপর ১৯৪ জন সংসদ সদস্য ৫৪ ঘণ্টা ৫৭ মিনিট আলোচনা করেন। পরে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানানোর প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। চলতি অধিবেশনে দশ কার্যদিবসের মধ্যে ৫০টি সংসদীয় কমিটি গঠন সংসদীয় ইতিহাসে রেকর্ড।

আইন প্রণয়ন ছাড়াও ৭১ বিধিতে ৩২১টি নোটিশ পাওয়া গেছে। এর মধ্যে ৩০টি গৃহীত হয়েছে এবং ১৮টি আলোচিত হয়েছে। ৭১(ক) বিধিতে দুই মিনিট করে আলোচিত নোটিশের সংখ্যা ছিল ১৫৫টি।

 এ অধিবেশন প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য মোট ১১৪টি প্রশ্ন পাওয়া গেছে। এর মধ্যে তিনি ৪৬টি প্রশ্নের উত্তর দিয়েছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট দুই হাজার ৩২৫টি প্রশ্ন পাওয়া গেছে। এর মধ্যে এক হাজার ৭৩০টি প্রশ্ন সম্পর্কে মন্ত্রীরা সংসদে উত্তর দিয়েছেন।

এছাড়া রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর ১৯৩ জন আলোচনা করেছেন। প্রায় ৫৪ ঘণ্টা ২৭ মিনিট তারা ভাষণ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

শেষ হলো সংসদের প্রথম অধিবেশন

আপডেট টাইম : ০৩:২০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯

আলোর জগত ডেস্ক :  একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গতকাল সোমবার শেষ হয়েছে। গত ৩০ জানুয়ারি শুরু হওয়া ২৬ কার্যদিবসের এই অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মধ্য দিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এর ইতি টানেন।

অধিবেশন শুরুর দিন নিয়ম অনুযায়ী সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে এই ভাষণের জন্য ধন্যবাদ জানাতে একটি প্রস্তাব তোলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে অধিবেশন জুড়ে ওই প্রস্তাবের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির ভাষণের ওপর ১৯৪ জন সংসদ সদস্য ৫৪ ঘণ্টা ৫৭ মিনিট আলোচনা করেন। পরে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানানোর প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। চলতি অধিবেশনে দশ কার্যদিবসের মধ্যে ৫০টি সংসদীয় কমিটি গঠন সংসদীয় ইতিহাসে রেকর্ড।

আইন প্রণয়ন ছাড়াও ৭১ বিধিতে ৩২১টি নোটিশ পাওয়া গেছে। এর মধ্যে ৩০টি গৃহীত হয়েছে এবং ১৮টি আলোচিত হয়েছে। ৭১(ক) বিধিতে দুই মিনিট করে আলোচিত নোটিশের সংখ্যা ছিল ১৫৫টি।

 এ অধিবেশন প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য মোট ১১৪টি প্রশ্ন পাওয়া গেছে। এর মধ্যে তিনি ৪৬টি প্রশ্নের উত্তর দিয়েছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট দুই হাজার ৩২৫টি প্রশ্ন পাওয়া গেছে। এর মধ্যে এক হাজার ৭৩০টি প্রশ্ন সম্পর্কে মন্ত্রীরা সংসদে উত্তর দিয়েছেন।

এছাড়া রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর ১৯৩ জন আলোচনা করেছেন। প্রায় ৫৪ ঘণ্টা ২৭ মিনিট তারা ভাষণ দেন।