নিজস্ব প্রতিবেদক : নৌকাডুবির ঘটনায় স্ত্রী ও দুই শিশুসন্তানের পর এবার না ফেরার দেশে চলে গেলেন আহত শাহজালালও। গতকাল সোমবার রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢামেক নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন শাহজালাল। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদরঘাটের বরিশাল লঞ্চঘাটে সুরভী-৭ লঞ্চের ধাক্কায় ডুবে যায় একটি ডিঙি নৌকা। এ ঘটনায় শাহজালালের স্ত্রী সাহিদা, ৪ বছরের মেয়ে মীম ও ৬ বছরের মেয়ে মাহী মারা গেছে।