আলোর জগত ডেস্ক : দেশজুড়ে আলোচিত ক্রসফায়ারের পক্ষ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মাদকবিরোধী অভিযানে কেবল আত্মরক্ষার্থেই গুলি ছুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুশীল সমাজের অনেকেই সমালোচনা করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাকি নিরপরাধদের ক্রসফায়ারের নামে হত্যা করছে।
মন্ত্রী বলেন, আমি স্পষ্ট করে বলছি, ক্রসফায়ারের নামে কোনো বাহিনী কাউকে হত্যা করছে না।
গতকাল শনিবার রাজধানীর তেজগাঁও এলাকার বিজি প্রেস মাঠে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমরা যেভাবে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি, সেখাবেই জিরো টলারেন্স নীতির মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ করা হবে। তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের ধরতে গেলেই তারা অবৈধ অস্ত্রের ব্যবহার করছে। আত্মরক্ষার অধিকার সবার আছে। সেই আত্মরক্ষা করতে গিয়েই আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি চালাতে হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে কাজ করতে হবে। এ ব্যাপারে সবাইকে সচেতন করতে হবে। মাদক ব্যবসা ও এর ব্যবহারের ওপরও আমরা নতুন আইন করেছি। সবাই একসঙ্গে কাজ করলে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) জামাল উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মোসাদ্দেক মো. আবুল কালাম, কাউন্সিলর মুন্সি কামরুজ্জামান কাজল, মনোচিকিৎসক মোহিত কামাল, মানসের অধ্যাপক অরুপ রতন চৌধুরী।