আলোর জগত ডেস্ক : আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল’রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০১৯-২০ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন সমকালের ওয়াকিল আহমেদ হিরন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মানব জমিনের নাজমুল আহসান রাজু।
সহ সভাপতি পদে সময়ের আলোর হিরা তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলোকিত বাংলাদেশের মতলু মল্লিক, কোষাধ্যক্ষ পদে জাগো নিউজের ফজলুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক পদে রেডিও টুডের মনজুর হোসাইন, দপ্তর সম্পাদক পদে ভোরের কাগজের তানভীর আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাইজিং বিডির মেহেদী হাসান ডালিম এবং প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টি ফোরের মাসউদুর রহমান নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্য পদে আমাদের নতুন সময়ের এস এম নূর মোহাম্মদ, ডিবিসি টেলিভিশনের জাহিদ হাসান, ইত্তেফাক অনলাইনের খাদেমুল ইসলাম এবং বাংলা ট্রিবিউনের বাহাউদ্দিন আল ইমরান নির্বাচিত হয়েছেন।
গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে নির্বাচন শেষে সিনিয়র সাংবাদিক ও প্রধান নির্বাচন কমিশনার আশরাফ-উল-আলম ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনের সদস্য এবং সিনিয়র সাংবাদিক মিজান মালিক ও তোফায়েল হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে সংগঠনের সভাপতি সাঈদ আহমেদ খানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান জাবেদ। সাধারণ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এম বদি উজজামান, ফারুক কাজী, কাজী আব্দুল হান্নান, শহিদুজ্জামান, আশুতোষ সরকার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন প্রমুখ।
এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আশরাফ-উল-আলম। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মিজান মালিক ও তোফায়েল হোসেন। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশনকে সাচিবিক সহায়তা করেন সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক হাসান জাবেদ।