সিনেমায় দেখা যাবে বাবার হাতি সংরক্ষণালয়ে কাটে বিদ্যুতের শৈশব। পড়ালেখার কারণে অন্য এলাকায় পাড়ি জমালেও একসময় সে ফিরে আসে শৈশবের স্মৃতিবিজড়িত স্থানে। কিন্তু প্রত্যাবর্তনের পর তাকে মুখোমুখি হতে হয় আন্তর্জাতিক পশু পাচার চক্রের।
এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বিদ্যুতের লড়াইয়ের গল্পে ‘জংলি’ নির্মাণ করেছেন হলিউডের নন্দিত পরিচালক চাক রাসেল। সিনেমায় বিদ্যুৎ জামওয়াল ছাড়াও অভিনয় করেছেন পূজা সাওয়ান্ত, আশা, ভাট ও অতুল কুলকার্নি।