ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

হাতি আর মানুষের বন্ধুত্ব নিয়ে বলিউড মুভি ‘জংলি’

বিনোদন ডেস্ক :  ‘দ্য মাস্ক’ ‘ইরেজার’ কিংবা ‘দ্য স্করপিয়ন কিং’ চলচ্চিত্র নির্মাণ করে হলিউডে প্রশংসা কুড়িয়েছেন পরিচালক চাক রাসেল। হলিউডের পর ৬০ বছর বয়সী এবার পা রাখলেন বলিউডে। হাতি আর মানুষের বন্ধুত্বের গল্পে নির্মাণ করেছেন ‘জংলি’। অ্যাকশন ও অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিদ্যুৎ জামওয়াল। হাতি আর মানুষের বন্ধুত্বের গল্পের চলচ্চিত্র ‘জংলি’। ‘জংলি’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৫ এপ্রিল।

 ১৯৭১ সালে ভারতে মুক্তি পায় ‘হাতি মেরি সাথি’। দারুণ ব্যবসাসফল সে ছবির অনুপ্রেরণায় তৈরি হয়েছে ‘জংলি’। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিদ্যুৎ জামওয়াল।

সিনেমায় দেখা যাবে বাবার হাতি সংরক্ষণালয়ে কাটে বিদ্যুতের শৈশব। পড়ালেখার কারণে অন্য এলাকায় পাড়ি জমালেও একসময় সে ফিরে আসে শৈশবের স্মৃতিবিজড়িত স্থানে। কিন্তু প্রত্যাবর্তনের পর তাকে মুখোমুখি হতে হয় আন্তর্জাতিক পশু পাচার চক্রের।

এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বিদ্যুতের লড়াইয়ের গল্পে ‘জংলি’ নির্মাণ করেছেন হলিউডের নন্দিত পরিচালক চাক রাসেল। সিনেমায় বিদ্যুৎ জামওয়াল ছাড়াও অভিনয় করেছেন পূজা সাওয়ান্ত, আশা, ভাট ও অতুল কুলকার্নি।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

হাতি আর মানুষের বন্ধুত্ব নিয়ে বলিউড মুভি ‘জংলি’

আপডেট টাইম : ০১:০০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০১৯

বিনোদন ডেস্ক :  ‘দ্য মাস্ক’ ‘ইরেজার’ কিংবা ‘দ্য স্করপিয়ন কিং’ চলচ্চিত্র নির্মাণ করে হলিউডে প্রশংসা কুড়িয়েছেন পরিচালক চাক রাসেল। হলিউডের পর ৬০ বছর বয়সী এবার পা রাখলেন বলিউডে। হাতি আর মানুষের বন্ধুত্বের গল্পে নির্মাণ করেছেন ‘জংলি’। অ্যাকশন ও অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিদ্যুৎ জামওয়াল। হাতি আর মানুষের বন্ধুত্বের গল্পের চলচ্চিত্র ‘জংলি’। ‘জংলি’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৫ এপ্রিল।

 ১৯৭১ সালে ভারতে মুক্তি পায় ‘হাতি মেরি সাথি’। দারুণ ব্যবসাসফল সে ছবির অনুপ্রেরণায় তৈরি হয়েছে ‘জংলি’। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিদ্যুৎ জামওয়াল।

সিনেমায় দেখা যাবে বাবার হাতি সংরক্ষণালয়ে কাটে বিদ্যুতের শৈশব। পড়ালেখার কারণে অন্য এলাকায় পাড়ি জমালেও একসময় সে ফিরে আসে শৈশবের স্মৃতিবিজড়িত স্থানে। কিন্তু প্রত্যাবর্তনের পর তাকে মুখোমুখি হতে হয় আন্তর্জাতিক পশু পাচার চক্রের।

এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বিদ্যুতের লড়াইয়ের গল্পে ‘জংলি’ নির্মাণ করেছেন হলিউডের নন্দিত পরিচালক চাক রাসেল। সিনেমায় বিদ্যুৎ জামওয়াল ছাড়াও অভিনয় করেছেন পূজা সাওয়ান্ত, আশা, ভাট ও অতুল কুলকার্নি।