বিনোদন ডেস্ক : অনিকেত চট্টোপাধ্যায়ের সিনেমা ‘শঙ্কর মুদি’ মুক্তি পাচ্ছে ১৫ মার্চ।ছবিটির মুক্তি দীর্ঘদিন ধরে আটকে ছিল। তবে সব বাধা কাটিয়ে অবশেষে ছবিটি মুক্তি পেতে চলেছে ছবিটি। শঙ্কর মুদি ছবিটি তৈরি হয়েছে একটি রাজনৈতিক প্রেক্ষাপটে সামাজিক গল্পের ওপর ভিত্তি করে। আর পাঁচটা ছবির মতো বক্স অফিসে মুনাফার কথা মাথায় রেখে তৈরি করা হয়নি ছবিটি।
গল্পের মূল বিষয়, গ্লোবালাইজেশনের যুগে খুব সহজেই হাতের নাগালে পাওয়া যায় বিদেশি পণ্য। অপরদিকে রাজপথে মাথা তুলে দাঁড়াচ্ছে পাঁচতারা শপিং মল। কোনো রাজনৈতিক দলগুলোর ভাবা প্রয়োজন মনে করছে না পাড়ার ছোট ছোট দোকানগুলোর ভবিষ্যৎ। ফলে ক্ষতির মুখে পড়ছে পাড়ার দোকানগুলো। দোকানগুলোর সঙ্গে অনিশ্চিত হয়ে পড়ছে দোকানদারের পরিবার। অনিশ্চিত ভবিষ্যৎ যুক্ত পরিবারগুলোর গল্প উঠে এসেছে শঙ্কর মুদির হাত ধরে। সিনেমাটি ইতোমধ্যে কান ফিল্ম ফেস্টিভ্যাল ও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের প্রশংসা পেয়েছে। এবার ১৫ মার্চ মুক্তি পাচ্ছে সর্বসাধারণের জন্য।