আলোর জগত ডেস্ক : শিক্ষক এবং শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে । গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নোটিস জারি করা হয়।
নোটিসে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা অফিসের সব স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যথাসময়ে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে উপস্থিতির বিষয়ে অধিকতর সতর্কতা অবলম্বনের জন্য বলা হয়েছে। কোনো অবস্থাতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা যাবে না বলেও জানানো হয়েছে নোটিসে।
এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষক ও কর্মকর্তাদের কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ জারি করা হয়। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কয়েকটি স্কুলে হঠাৎ পরিদর্শনে গিয়ে শিক্ষকদের পাননি।