আলোর জগত ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির দায়ে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।গতকাল শনিবার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১২৩৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৩০ গ্রাম ২০ পুরিয়া গাঁজা, ১৪ বোতল ফেন্সিডিল ও ৭০৬ গ্রাম ১৬০১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।