ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক :   আফগানিস্তানে দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় শিশুসহ অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এখনো নিখোঁজ রয়েছেন ১০ জন। গতকাল শনিবার জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক বিষয়ক সংস্থা-ওসিএইচএ এই তথ্য জানায়।

এক বিবৃতিতে ওসিএইচএ জানায়, শুক্রবার দেশটির কান্দাহার শহর ও আরও ছয়টি জেলায় ভারি বৃষ্টিপাত হয়েছে।

দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আকস্মিক এই বন্যায় হেরাত প্রদেশের কয়েকশত বাড়ি ধ্বংস হয়ে গেছে। বন্যাদুর্গতরা কান্দাহার শহর ও জেলাগুলোর বিভিন্ন নিরাপদ এলাকার স্কুল, মসজিদ ও সরকারি ভবনে আশ্রয় নিয়েছে।

ওসিএইচএ আরো জানায়, যাযাবর কোচি সম্প্রদায়ের প্রায় ৫০০ লোক নদীর তীরে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। হেলিকপ্টারে করে তাদের উদ্ধারে আর্জি জানানো হয়েছে।

দেশটির প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক সিনিয়র কর্মকর্তা জানায়, ভারি তুষারপাত, পাহাড়ি রাস্তা, ও যোগাযোগ ব্যবস্থার কারণে ত্রাণ পৌঁছানো বেশ কষ্টসাধ্য হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বরগুনার বেতাগীতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০

আপডেট টাইম : ০৩:২০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক :   আফগানিস্তানে দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় শিশুসহ অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এখনো নিখোঁজ রয়েছেন ১০ জন। গতকাল শনিবার জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক বিষয়ক সংস্থা-ওসিএইচএ এই তথ্য জানায়।

এক বিবৃতিতে ওসিএইচএ জানায়, শুক্রবার দেশটির কান্দাহার শহর ও আরও ছয়টি জেলায় ভারি বৃষ্টিপাত হয়েছে।

দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আকস্মিক এই বন্যায় হেরাত প্রদেশের কয়েকশত বাড়ি ধ্বংস হয়ে গেছে। বন্যাদুর্গতরা কান্দাহার শহর ও জেলাগুলোর বিভিন্ন নিরাপদ এলাকার স্কুল, মসজিদ ও সরকারি ভবনে আশ্রয় নিয়েছে।

ওসিএইচএ আরো জানায়, যাযাবর কোচি সম্প্রদায়ের প্রায় ৫০০ লোক নদীর তীরে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। হেলিকপ্টারে করে তাদের উদ্ধারে আর্জি জানানো হয়েছে।

দেশটির প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক সিনিয়র কর্মকর্তা জানায়, ভারি তুষারপাত, পাহাড়ি রাস্তা, ও যোগাযোগ ব্যবস্থার কারণে ত্রাণ পৌঁছানো বেশ কষ্টসাধ্য হচ্ছে।