নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদক জয়ী পলান সরকারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক শোকবার্তায় প্রধানমন্ত্রী দেশে বই পড়ার আন্দোলন গড়ে তুলতে পলান সরকারের অবদানের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে গতকাল শুক্রবার দুপুরে রাজশাহীতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন পলান সরকার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৮ বছর। নিজের অর্থে কেনা বই রাজশাহীর গ্রামে গ্রামে পাঠকের কাছে পৌঁছে দিয়ে বই পাঠের আন্দোলন গড়ে তোলার জন্য ২০১১ সালে তাকে দেশের দ্বিতীয় বৃহত্তম বেসামরিক পুরস্কার একুশে পদকে ভূষিত করা হয়।