ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪

মালয়েশিয়ার ১০৬ সিনেমা হলে নিরবের ছবি ‘বাংলাশিয়া’

বিনোদন  ডেস্ক :   বাংলাদেশের চিত্রনায়ক নিরব তার ক্যারিয়ারে একবার সুযোগ পেয়েছিলেন মালয়েশিয়ার একটি ছবিতে কাজের। ব্যাটেবলে মিলে যাওয়ায় ওই সুযোগ হাতছাড়া করেননি এই নায়ক। বছর পাঁচেক আগে ‘বাংলাশিয়া’ নামে মালয়েশিয়ান ওই ছবির কাজ করেছিলেন। শুটিং শেষ হলেও মুক্তির আগে দেশটির সরকার কর্তৃক নিষিদ্ধ হয় নিরবের ‘বাংলাশিয়া’।

সরকারিভাবে জারি হয়েছিল, শুধু মালয়েশিয়ায় নয়, বিশ্বের কোথাও ছবিটি প্রদর্শন করা যাবে না। তারপর মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। তখন জানানো হয়েছিল, ছবিতে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছিল, যা মালয়েশিয়ার সরকারের বিপক্ষে যায়। তাই সরকার ছবিটির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। ছবির কয়েকটি দৃশ্য বাদ দিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে নিরবের সেই মালয়েশিয়ান সিনেমা ‘বাংলাশিয়া’।

নিরব বললেন, ২৬ ফেব্রুয়ারি প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। আর ২৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ার ১০৬ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘বাংলাশিয়া’। দেশটির পেনাং, জোহারবারু, তামানসারা, বুকিত বিনতান, আমপাংসহ গুরুত্বপূর্ণ রাজ্যে ছবিটি চলবে। মুক্তি উপলক্ষে আগামীকাল রাত পৌনে ১ টার ফ্লাইটে মালয়েশিয়া যাচ্ছি।

নিরব বলেন, আমিই প্রথম বাংলাদেশ থেকে পুরোপুরি মালয়েশিয়ান ছবিতে কাজ করলাম। টানা ৪২ দিন ‘হার্ট অ্যান্ড সোল’ কাজ করেছিলাম। তখন মনে হয়েছিল মালয়েশিয়ান মানুষরা চাইনিজ ঘরানার। তারা বাংলাদেশের মানুষের মতো অতো ফিল্মের পোকা নন। তারা খুব কাজ পাগল মানুষ। তবে যে কাজটি করে ভালোভাবে করে। এ ছবির নির্মাতার আগের ছবি নাছিলা মাক, কারাকিং সুপারডুপার হিট ছিল। আমার বিশ্বাস, এ ছবিটাও দুর্দান্ত কিছু বয়ে আনবে।

নিরবের সঙ্গে আলাপ করে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি বাংলাশিয়া ওই দেশের সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পায়। গত ২০ ফেব্রুয়ারি মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়। এছাড়া ২৬ ফেব্রুয়ারি প্রিমিয়ার হতে যাচ্ছে, ২৮ তারিখ মুক্তি পেতে যাচ্ছে। নিরব বলেন, এত দ্রুত এতগুলো হল পেয়েছে ‘বাংলাশিয়া’ এটা বিরাট ব্যাপার। তিনি বলেন, বাংলাদেশের প্রচুর মানুষ মালয়েশিয়া থাকে। তাদের বলল সুযোগ পেলে ছবিটি যেন তারা উপভোগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মির্জাগঞ্জের আরিফুল স্বাভাবিক জীবনে ফিরতে চান

মালয়েশিয়ার ১০৬ সিনেমা হলে নিরবের ছবি ‘বাংলাশিয়া’

আপডেট টাইম : ০১:২০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯

বিনোদন  ডেস্ক :   বাংলাদেশের চিত্রনায়ক নিরব তার ক্যারিয়ারে একবার সুযোগ পেয়েছিলেন মালয়েশিয়ার একটি ছবিতে কাজের। ব্যাটেবলে মিলে যাওয়ায় ওই সুযোগ হাতছাড়া করেননি এই নায়ক। বছর পাঁচেক আগে ‘বাংলাশিয়া’ নামে মালয়েশিয়ান ওই ছবির কাজ করেছিলেন। শুটিং শেষ হলেও মুক্তির আগে দেশটির সরকার কর্তৃক নিষিদ্ধ হয় নিরবের ‘বাংলাশিয়া’।

সরকারিভাবে জারি হয়েছিল, শুধু মালয়েশিয়ায় নয়, বিশ্বের কোথাও ছবিটি প্রদর্শন করা যাবে না। তারপর মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। তখন জানানো হয়েছিল, ছবিতে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছিল, যা মালয়েশিয়ার সরকারের বিপক্ষে যায়। তাই সরকার ছবিটির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। ছবির কয়েকটি দৃশ্য বাদ দিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে নিরবের সেই মালয়েশিয়ান সিনেমা ‘বাংলাশিয়া’।

নিরব বললেন, ২৬ ফেব্রুয়ারি প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। আর ২৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ার ১০৬ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘বাংলাশিয়া’। দেশটির পেনাং, জোহারবারু, তামানসারা, বুকিত বিনতান, আমপাংসহ গুরুত্বপূর্ণ রাজ্যে ছবিটি চলবে। মুক্তি উপলক্ষে আগামীকাল রাত পৌনে ১ টার ফ্লাইটে মালয়েশিয়া যাচ্ছি।

নিরব বলেন, আমিই প্রথম বাংলাদেশ থেকে পুরোপুরি মালয়েশিয়ান ছবিতে কাজ করলাম। টানা ৪২ দিন ‘হার্ট অ্যান্ড সোল’ কাজ করেছিলাম। তখন মনে হয়েছিল মালয়েশিয়ান মানুষরা চাইনিজ ঘরানার। তারা বাংলাদেশের মানুষের মতো অতো ফিল্মের পোকা নন। তারা খুব কাজ পাগল মানুষ। তবে যে কাজটি করে ভালোভাবে করে। এ ছবির নির্মাতার আগের ছবি নাছিলা মাক, কারাকিং সুপারডুপার হিট ছিল। আমার বিশ্বাস, এ ছবিটাও দুর্দান্ত কিছু বয়ে আনবে।

নিরবের সঙ্গে আলাপ করে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি বাংলাশিয়া ওই দেশের সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পায়। গত ২০ ফেব্রুয়ারি মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়। এছাড়া ২৬ ফেব্রুয়ারি প্রিমিয়ার হতে যাচ্ছে, ২৮ তারিখ মুক্তি পেতে যাচ্ছে। নিরব বলেন, এত দ্রুত এতগুলো হল পেয়েছে ‘বাংলাশিয়া’ এটা বিরাট ব্যাপার। তিনি বলেন, বাংলাদেশের প্রচুর মানুষ মালয়েশিয়া থাকে। তাদের বলল সুযোগ পেলে ছবিটি যেন তারা উপভোগ করেন।