ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
সংবাদ শিরোনাম :

শাহ আলমগীরের মৃত্যুতে দুদক চেয়ারম্যানের শোক

ফাইল ছবি

আলোর জগত রিপোর্ট :  প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ও সিনিয়র সাংবাদিক মো. শাহ আলমগীরের মৃত্যুতে দু্র্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি বলেন, শাহ আলমগীর দুদক মিডিয়া অ্যাওয়ার্ড জুরিবোর্ডের সদস্য ছিলেন। তার মৃত্যুতে কমিশন দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের অন্যতম এক শরিককে হারাল।

তিনি আরও বলেন, শাহ আলমগীর শত ব্যস্ততার মাঝেও দুদক মিডিয়ার অ্যাওয়ার্ডসহ কমিশনের দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করতেন।

দুদক চেয়ারম্যান শাহ আলমগীরের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শাহ আলমগীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা শাহ আলমগীর ২০১৩ সালের ৭ জুলাই পিআইবির মহাপরিচালকের দায়িত্ব পান। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য পুরস্কার ২০০৬, চন্দ্রাবতী স্বর্ণপদক ২০০৫ সহ বেশকিছু সম্মাননা পেয়েছেন।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহ আলমগীর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসার চেক হস্তান্ত, সাবেক এম পি নুরুল আমিন রুহুল

শাহ আলমগীরের মৃত্যুতে দুদক চেয়ারম্যানের শোক

আপডেট টাইম : ১০:৩৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯

আলোর জগত রিপোর্ট :  প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ও সিনিয়র সাংবাদিক মো. শাহ আলমগীরের মৃত্যুতে দু্র্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি বলেন, শাহ আলমগীর দুদক মিডিয়া অ্যাওয়ার্ড জুরিবোর্ডের সদস্য ছিলেন। তার মৃত্যুতে কমিশন দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের অন্যতম এক শরিককে হারাল।

তিনি আরও বলেন, শাহ আলমগীর শত ব্যস্ততার মাঝেও দুদক মিডিয়ার অ্যাওয়ার্ডসহ কমিশনের দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করতেন।

দুদক চেয়ারম্যান শাহ আলমগীরের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শাহ আলমগীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা শাহ আলমগীর ২০১৩ সালের ৭ জুলাই পিআইবির মহাপরিচালকের দায়িত্ব পান। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য পুরস্কার ২০০৬, চন্দ্রাবতী স্বর্ণপদক ২০০৫ সহ বেশকিছু সম্মাননা পেয়েছেন।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহ আলমগীর।