আলোর জগত ডেস্ক : বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, ঢাকার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নীলদল মনোনীত প্রার্থী এইচএম দেলোয়ার হোসাইন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হলুদ দল মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী। তারা দুজনই বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক পদে কর্মরত রয়েছেন। সম্প্রতি রাজাধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন যুগ্ম পরিচালক রাফিয়া সুলতানা ও যুগ্ম পরিচালক এসএম আবদুল্লাহ। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যুগ্ম পরিচালক মো. তৌহিদুল ইসলাম (তৌহিদ)।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন উপপরিচালক এইউএম মান্না ভূঁইয়া। কোষাদ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন উপপরিচালক মো. মোক্তার হোসেন মণ্ডল।