১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

কর্মসূচি সফল করতে ঐক্যফ্রন্টের আহ্বান

  • Reporter Name
  • Update Time : ০৭:৩০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯
  • ২২৫ Time View

আলোর জগত ডেস্ক :   আগামী ৬ ফেব্রুয়ারি কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন এবং ২৪শে ফেব্রুয়ারির গণশুনানি কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ সোমবার দুপুরে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর নেতাদের সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানানো হয়। এতে বক্তব্য রাখেন মহানগর ঐক্যফ্রন্টের নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, ৩০ ডিসেম্বর যে ভোট ডাকাতির নির্বাচন হয়েছে তার প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মী ও দেশের সর্বস্তরের জনগণকে এই কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানাচ্ছি।

আবদুস সালাম আরো বলেন, ২৪ ফেব্রুয়ারি গণশুনানি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি কবে কোথায় হবে তা ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়ে পরে জানানো হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক, মোস্তাক আহমেদ, রফিকুল ইসলাম পথিক, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, বিএনপি নেতা নবী উল্লাহ নবী, কাজী আবুল বাশার, বিকল্পধারার অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, এল কে চৌধুরী, নাগরিক ঐক্যের মমিনুল ইসলাম, ঐক্য প্রক্রিয়ার মোহাম্মদ নূরুল হুদা মিলু চৌধুরী, রাজু আহমেদ খান ছাড়াও জাতীয় ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় দফতরের জাহাঙ্গীর আলম মিন্টু, আজমেরী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কর্মসূচি সফল করতে ঐক্যফ্রন্টের আহ্বান

Update Time : ০৭:৩০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯

আলোর জগত ডেস্ক :   আগামী ৬ ফেব্রুয়ারি কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন এবং ২৪শে ফেব্রুয়ারির গণশুনানি কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ সোমবার দুপুরে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর নেতাদের সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানানো হয়। এতে বক্তব্য রাখেন মহানগর ঐক্যফ্রন্টের নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, ৩০ ডিসেম্বর যে ভোট ডাকাতির নির্বাচন হয়েছে তার প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মী ও দেশের সর্বস্তরের জনগণকে এই কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানাচ্ছি।

আবদুস সালাম আরো বলেন, ২৪ ফেব্রুয়ারি গণশুনানি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি কবে কোথায় হবে তা ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়ে পরে জানানো হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক, মোস্তাক আহমেদ, রফিকুল ইসলাম পথিক, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, বিএনপি নেতা নবী উল্লাহ নবী, কাজী আবুল বাশার, বিকল্পধারার অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, এল কে চৌধুরী, নাগরিক ঐক্যের মমিনুল ইসলাম, ঐক্য প্রক্রিয়ার মোহাম্মদ নূরুল হুদা মিলু চৌধুরী, রাজু আহমেদ খান ছাড়াও জাতীয় ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় দফতরের জাহাঙ্গীর আলম মিন্টু, আজমেরী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।