আলোর জগত ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, এসএসসি পরীক্ষার প্রথম দিন ভুল প্রশ্নপত্র বিতরণের বিষয়ে গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে। আজ রোববার রাজধানীর বকশিবাজার আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, প্রশ্নপত্র ফাঁস বন্ধে রয়েছে কঠোর নজরদারি। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল ও বিতরণে গাফিলতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর কোনো শিক্ষার্থী হল থেকে বের হতে চাইলে প্রশ্নপত্র রেখে বের হতে হবে। মূলত, পরীক্ষা শুরুর পর অনলাইনে প্রশ্নপত্র ছড়িয়ে পড়া বন্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল শনিবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে দেশের বিভিন্ন জেলায় বাংলা প্রথমপত্র বিষয়ের ভুল প্রশ্ন বিতরণ করা হয়। এতে পরীক্ষার্থী ও অভিভাবক মহল ক্ষোভ প্রকাশ করে।