রোববার মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’। সালমান ভক্তদের ব্যাপক উৎসাহ এ নিয়ে। সিনেমাতে রয়েছেন শাহরুখ খানও। দুই খানের উপস্থিতি নিয়েও ভক্তদের মধ্যে চলছে জোর আলোচনা।
তিন দশক আগে শাহরুখ অভিনীত একটি সিনেমা মুক্তি পায়। ‘বাজিগর’ নামের সেই সিনেমা বক্স অফিসে তুমুল ঝড় সৃষ্টি করেছিল, তা নতুন করে বলার প্রয়োজন নেই।জ সিনেমাতে শাহরুখের নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন কাজল। প্রেক্ষাগৃহে এই সিনেমার মুক্তির ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে নিজের মনের কথা লিখে জানালেন কাজল।
রোববার সোশ্যাল সাইটে একটি পোস্টে কাজল লেখেন—, বাজিগরের ৩০ বছর মানে, আমার কেরিয়ারের একাধিক ঘটনার সূচনা।
কাজল জানিয়েছেন, এই সিনেমার শুটিংয়ের সময় তার বয়স ১৭ বছর। অভিনেত্রী লিখেছেন, পরিচালক দু’জন আমাকে তাদের প্রিয় সন্তানের মতোই দেখতেন। পাশাপাশি, এই সিনেমার কলাকুশলীদের তিনি ধন্যবাদ জানিয়েছেন। কাজল আরও লেখেন, কত স্মৃতি এবং মজার মুহূর্ত। আজও প্রতিটা গান এবং সংলাপ আমার মুখে হাসি ফোটায়।