হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় খাল বন্ধ করে অবৈধ ড্রেজিংয়ের মাধ্যমে কৃষি জমিতে মাছের ঘের নির্মান করে একটি প্রভাবশালী মহল।ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না স্থানীয় লোকজন।উপজেলার মেমানিয়া ইউনিয়নের বারুইয়া গ্রামে ইসমাইল খানের বাড়ির পিছনে বিশাল বিলের মাঝখানে খাল বন্ধ করে কৃষিজমির ধ্বংস করে এ মাছের ঘের নির্মান করা হচ্ছে।স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা অবৈধ ড্রেজিং দিয়ে মাটি কেটে কৃষিজমি বিনষ্ট করলেও নিরব ভুমিকা পালন করছে তারা।
এ বিষয়ে স্থানীয় শিক্ষক জাকির হোসেন বলেন খালটি বন্ধ করে মাছের ঘের নির্মান করায় চরম ভোগান্তির শিকার হতে হবে কৃষকদের।বর্ষা মোসুমে পানি সরবারাহের কোনো পথ না থাকলে এই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হবে।এই বিলের কৃষি জমিগুলো চাষাবাদের অনুপযোগী হয়ে যাচ্ছে।
কৃষিজমিতে খাল বন্ধ করে ড্রেজিং করে ঘের নির্মান করার বিষয়ে মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার নাসির উদ্দিনকে জানতে চাইলে তিনি জানান এলাকায় একাধিক ড্রেজিং চলছে। তবে কোন এলাকায় খাল বন্ধ করে ড্রেজিং করছে আমার জানা নেই। তবে আপনাদের জানা থাকলে আমাকে অবগত করবেন।
উপজেলা সহকারী ভুমি কমিশনার মোঃ রবিউল ইসলাম জানায় অবৈধভাবে খাল বন্ধ করে ড্রেজিংয়ের মাধ্যমে কৃষি জমি নষ্ট করে ঘের নির্মানের কিছু তথ্য আমার নিকট আসছে।এ ব্যাপারে মেমানিয়া ইউনিয়ন ভুমি কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।
মেমানিয়া ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা হুমায়ুন কবির বলেন আমাকে উর্দ্ধতন কর্মকর্তা লক্ষীপুর অবৈধ ড্রেজিংয়ের বিষয়ে জানতে বলছে ।এ বিষয়ে তিনি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমি সংবাদ কর্মীদের নিকট কোনো বিষয়ে কথা বলতে চাইনা।এটা আমাদের ব্যাক্তিগত বিষয়।
এ বিষয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন অবৈধ ড্রেজার দিয়ে কৃষিজমি ধ্বংস করে খাল বন্ধ করে মাছের ঘের নির্মানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।