হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ ফাড়িতে হামলা মারধর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।জানাযায় উপজেলার হরিনাথপুর ইউনিয়নে শাওড়া সৈয়দ খালী পুলিশ ফাড়িতে এ হামলার ঘটনা ঘটেছে।গতকাল শনিবার সন্ধ্যা ৭ টার দিকে হরিনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি বাদল সিকারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটছে।হরিনাথপুর পুলিশ ফাড়িতে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে হিজলা থানায় প্রায় দেড় শতাধিক আসামী করে একটি মামলা দায়ের করে।মামলায় বিভিন্ন স্থান থেকে হামলাকারীদের মধ্যে ৭ জন আসামীকে আটক করে হিজলা থানা পুলিশ।আটককৃতদের বরিশাল জেলহাজতে প্রেরন করা হয়েছে।
শাওড়া সৈয়দ খালী পুলিশ ফাড়ির উপপরিদর্শক মিজানুর রহমান বলেন গতকাল ৭ টার সময় বাদল সিকদারের নেতৃত্বে ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের প্রায় ৩ শতাধিক নেতাকর্মী হঠ্যৎ অতৎকিত এ হামলা করে।এ সময় কনষ্টেবল মেহেদী হাসানকে এলাপাতাড়ী মারপিট শুরু করলে আমি তাদেরকে বাধা দিতে চাইলে তারা আমাকে মারপিট করে।পরে তারা ফাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।তাদের এ হামলার ঘটনাটি ফাড়ির সিসি ক্যামেরা ফুটেজে রয়েছে।
কনষ্টেবল মেহেদী হাচান বলেন গতকাল মাগরিবের পরে বাজার থেকে ফাড়ির দিকে আসতে ছিলাম।হঠ্যৎ একটি ভ্যানগাড়ী সজোড়ে আমাকে ধাক্কা দেয়।তাই ভ্যানগাড়ি চালককে রাগারাগি করেছিলাম। এ ঘটনাটি ভ্যানচালক নেতাকর্মীদের নিকট জানালে তারা আমাকে ফাড়ির মধ্যে এসে মারপিট করে গুরুতর আহত করে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানায় হরিনাথপুর পুলিশ ফাড়িতে হামলার ঘটনায় উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করে।আসামীদের ৭ জনকে আটক করা হয়েছে।বাকি আসামীদের সিসি ফুটেজে সনাক্ত করে গ্রেফতার করা হবে।